সিঙ্গাপুর থেকে অনলাইনে আদালতে সাক্ষী দিলেন প্রবাসী

মুন্সীগঞ্জ আদালতে বিচারাধীন এক মামলার সাক্ষ্য অনলাইনে দিয়েছেন সিঙ্গাপুরে প্রবাসী সাগর হাসান। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতের বিচারকার্য চলাকালীন বিচারকের এজলাসে বসে এ সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। মামলার সাক্ষী সাগর হাসান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামের সেকুল দেওয়ানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পূর্ব ধোপরা পাশা জামে মসজিদের মাগরিবের নামাজ আদায়ের পর সাগর হাসান বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মূলচর গ্রামে মামলার বিবাদীরা সাগর হাসানকে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে।

এ ঘটনায় সাগর হাসানের বাবা সেকুল দেওয়ান বাদী হয়ে একই এলাকার রিহান হাওলাদারসহ দুইজনকে আসামি করে ঘটনার দুইদিন পর টঙ্গীবাড়ী থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর সাগর হাসান সিঙ্গাপুর চলে যান। বিচারাধীনে থাকা মামলায় বাদী সেকুল দেওয়ান আদালতে সাক্ষ্য দিলেও আহত সাগর হাসান প্রবাসে (সিঙ্গাপুর) থাকায় সাক্ষ্য দেওয়া সম্ভব না হওয়ায় মামলাটি নিষ্পত্তি হচ্ছিল না। এই বিষয়ে আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাগর হাসান সিঙ্গাপুরে থাকা অবস্থায় আদালতের এজলাসে বসে অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেছেন। বিচারকের এমন সন্তুষ্টজনক কাজের ব্যাপক সাড়া পেয়েছে আদালত পাড়ায় ও বিচার প্রার্থীদের মধ্যে।

আদালতে আসা একাধিক বিচার প্রার্থী বলেন, আগে অনলাইনে সাক্ষী নেওয়ার কথা কখনো শুনিনি। যেহেতু আদালতের বিচারক এতো সুন্দরভাবে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে বিদেশে থাকা সাক্ষীর সাক্ষ্য নিলেন বিষয়টি খুব প্রশংসনীয়। এভাবে সাক্ষী নিলে মামলার অনেক বাদী এবং সাক্ষী বিদেশে কিংবা দুরে থেকেও আদালতে সাক্ষ্য দিতে পারবে। বিচারককে এমন ভালো কাজের সাধুবাদ জানাই।

এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার একজন ন্যায় বিচারক। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালতের অনেক কিছুই পরিবর্তন করতে পেরেছেন। যাহা বিচারপ্রার্থীদের জন্য প্রশংসনীয় কাজ। আজ প্রথম বারের মত একটি বিচারাধীনে থাকা মামলার সাক্ষী সিঙ্গাপুরে থেকেও অনলাইনে আদালতের সাক্ষী দিয়েছেন। খুব সুন্দরভাবেই বিচারক সে সাক্ষী গ্রহণ করেছেন। এতে কোন সাক্ষী দুরে থাকলেও কাজের জন্য আদালতে আসতে না পারলেও অন লাইনের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।

এ ব্যাপারে ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবং বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্যার একযোগে কাজ করে যাচ্ছেন। মামলার অনেক সাক্ষী বিদেশে চলে যায় সেই সাক্ষীদের অন লাইনে সাক্ষ্য গ্রহণ পূর্বক মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য আমাদের স্যার আজ অনলাইনে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন।

মামলার বাদী সেকুল দেওয়ান (৫৫) বলেন, আমার ছেলেকে সুইস গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করায় আমি নিজে বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা করেছি। অনেকদিন ধরে আদালতে সাক্ষীর জন্য মামলাটি চলমান রয়েছে। এর আগে আমি এই মামলায় সাক্ষ্য দিয়েছি। তবে আমার ছেলে সাগর হাসান বর্তমানে সিঙ্গাপুর আছে। ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলে অনলাইনের মাধ্যমে আমার ছেলের সাক্ষ্য নিয়েছেন। আমি ভাবতেই পারি নাই যে ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলের মাধ্যমে এতো সুন্দরভাবে আমার ছেলের সাক্ষ্য নিবেন। স্যারের এমন ভালো কাজে আমি অনেক আনন্দিত। আমার ছেলে সিঙ্গাপুরে থেকেও সাক্ষ্য দিতে পেরেছেন। আমি স্যারের কাজে অনেক সন্তুষ্ট হয়েছি।


আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার অনুমোদন Nov 14, 2025
img
আগামীর গণভোট কেমন হবে, জুলাইয়ের বিজয়ীরা নির্ধারণ করবে: অ্যাটর্নি জেনারেল Nov 14, 2025
img

আমীর খসরু

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি Nov 14, 2025
img
নাশকতার অভিযোগে কুড়িগ্রাম পুলিশের হাতে আকট ৫১ Nov 14, 2025
img
পাকিস্তানের সেনাপ্রধানের আশ্বাসে খেলতে রাজি হলো শ্রীলঙ্কা Nov 14, 2025
img
আপনারা সংখ্যালঘু না, কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না : মান্নান Nov 14, 2025
img
বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 14, 2025
img
বারবার ধোকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না : রেজাউল করীম Nov 14, 2025
img
বাংলাদেশে সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান Nov 14, 2025
img
শেখ মুজিব স্বাধীনতা চায়নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন: জয়নুল আবদিন Nov 14, 2025
img
যুবদল নেতার হামলায় আহত ৩ পুলিশ Nov 14, 2025
img
শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা Nov 14, 2025
img
রাজধানীতে আ. লীগের ককটেল ফ্যাক্টরির সন্ধান, অভিযান পুলিশের Nov 14, 2025
img
জাতীয় সংসদের সার্বভৌমত্বে ‘জবরদস্তিমূলক হস্তক্ষেপ’ নয়: সালাহউদ্দিন আহমদ Nov 14, 2025
img
১০০তম টেস্টের পরও খেলা চালিয়ে যাবেন মুশফিক, আশা করেন শান্ত Nov 14, 2025
img
দীঘির উদ্দেশ্যে চিঠি লিখলেন পরিচ্ছন্নতাকর্মী Nov 14, 2025
img
মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া ইসলাম Nov 14, 2025
img
ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক Nov 14, 2025
img
বাংলাদেশকে ৮-০ গোলে হারল পাকিস্তান Nov 14, 2025
img
জাপানকে চীনের কড়া বার্তা Nov 14, 2025