ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ এবার নজর কাড়ে এক বিশেষ সংযোজন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দল। তারা শোভাযাত্রার একেবারে সামনের সারিতে অংশ নেয় ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া নিয়ে।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারও নানা রঙে, শিল্পে আর উদ্দীপনায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আনন্দ শোভাযাত্রার শুরু থেকেই এই সুঠামদেহী ঘোড়াগুলো ছিল বিশেষ নজরকাড়া। রঙিন কাপড়ে সাজানো ঘোড়াগুলো শুধু শোভা বাড়ায়নি, বরং শোভাযাত্রার গাম্ভীর্য ও বৈচিত্র্যকেও এনে দেয় নতুন মাত্রা।
অশ্বারোহী দলের সদস্যদের মতে, এই হরিয়ানা ঘোড়াগুলো শুধু শক্তিশালীই নয়, উৎসব-অনুষঙ্গের সঙ্গেও মানানসই। নববর্ষের উৎসবে এমন অংশগ্রহণ মানুষকে যেমন আকর্ষণ করে, তেমনি নিরাপত্তার দিক থেকেও বাড়তি আস্থা জোগায়।
এসএস/এসএন