শোভাযাত্রার শৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোরেলের ২ স্টেশন বন্ধ

বাংলা বর্ষবরণের শোভাযাত্রার শৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোরেলের দুইটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির স্টেশন দুইটি বন্ধ থাকবে।

শুক্রবার (১১ এপ্রিল) চারুকলা অনুষদে শোভাযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির স্টেশন দুইটিতে যাত্রী উঠবে না এবং নামবেও না। তবে মেট্রোরেল চলবে।

তিনি আরও জানান, আমাদের শোভাযাত্রা শেষ হলে গেট দুটি ওপেন হয়ে যাবে। শোভাযাত্রার নিরাপত্তা ও জনতার সমাগম নিয়ন্ত্রণের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি এবং এরই মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করেছি বলেও উল্লেখ করেন তিনি।

শোভাযাত্রার রুট নিয়ে বলা হয়- পহেলা বৈশাখ সকালে শোভাযাত্রাটি চারুকলা ও পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোলচত্বর ঘুরে টিএসসিতে গিয়ে রাজু ভাস্কর্য ও ডাস ডানে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বাঁয়ে টিএসসি দিয়ে সামনের দিকে গিয়ে অফিসার্স টাওয়ার বাঁয়ে রেখে শহীদ মিনারের দিকে যাবে।

আরও বলা হয়- শহীদ মিনার ডানে রেখে এনেক্স ভবন বাঁয়ে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে চারুকলায় এসে শেষ হবে। শোভাযাত্রা চলাকালে শুধু নীলক্ষেত ও পলাশী থেকে ঢোকার পথ দুটি খোলা থাকবে। বাকি পথ ব্লক করে দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানের তিনটি গেট- ছবির হাট, রাজু ভাস্কর্যের পেছনের গেট ও বাংলা একাডেমির সামনের গেট বন্ধ থাকবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ Apr 15, 2025
img
সেবায় গতি আনতে পোস্টম্যানরা পেলেন ই-বাইক Apr 15, 2025
img
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন Apr 15, 2025
img
জিলাপি খাওয়ার আবদার জানানো সেই ওসি প্রত্যাহার Apr 15, 2025
img
ঈদ পরবর্তী সময়টা শ্বশুরবাড়িতে, রাজীব-মেহজাবীনের ঘরোয়া মুহূর্ত নেটদুনিয়ায় প্রশংসিত Apr 15, 2025
img
বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বশিরউদ্দিন Apr 15, 2025
img
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ Apr 15, 2025
img
বাংলাদেশ সফরে ভারতীয় স্কোয়াডে রদবদল Apr 15, 2025
img
রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ Apr 15, 2025
img
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা ডি’আর্সি Apr 15, 2025