সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে

বঙ্গোপসাগরে মাছের প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। যা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত। এই সময় ভোলার ৬৫ হাজার সাগরগামী জেলে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন।

ভোলার জেলেরা ইতোমধ্যে সরকারি সিদ্ধান্ত মেনে ফিশিংবোট, জালসহ মাছ ধরার সব সরঞ্জাম তীরে ফিরিয়ে এনেছেন। তবে শুরুতেই সরকারি সহায়তার চাল ও ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।

দৌলতখান উপজেলার জেলে রশিদ ও নুরনবী বলেন, “নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আমরা আগেভাগেই তীরে ফিরেছি। এখন বোটের সরঞ্জাম গুছিয়ে রাখছি, নিষেধাজ্ঞা শেষে আবার সাগরে যাব।”

একই এলাকার হারুন মাঝি ও বাবুল মাঝির ভাষ্য, “আমরা এখন পুরোপুরি বেকার। আয় বন্ধ। ধারদেনা মাথায়। এনজিও কিস্তির চাপ আছে। সরকার যদি কিস্তি বন্ধ না করে, তাহলে বিপদে পড়ব।”

খাল এলাকার জেলে আলাউদ্দিন বলেন, “আমরা এখন বেকার, অন্য কোনো কাজও জানি না। চাই সরকারের চাল যেন অভিযানের শুরুতেই দেওয়া হয়, সঙ্গে আর্থিক অনুদানও।”

তাদের দাবি, চাল যেন সঠিকভাবে বিতরণ হয়, যাতে প্রকৃত জেলেরা বঞ্চিত না হন।

ভারতের সঙ্গে সমন্বয় রেখে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। অতীতে নিষেধাজ্ঞার সময় তারা সাগরে না গেলেও ভারতীয় জেলেরা মাছ ধরে ফিরত বলে অভিযোগ ছিল।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরফ কলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন কোনো সাগরগামী বোটকে বরফ সরবরাহ না করে। চেকপোস্ট বসানো হবে এবং ঘাটগুলো নজরদারিতে থাকবে।”

তিনি আরও জানান, “জেলেদের জন্য চাল বরাদ্দের অর্ডার এখনও পাইনি, তবে দ্রুত পাওয়ার পর প্রতি মাসে ৪০ কেজি করে বিতরণ করা হবে।”

ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন। এর মধ্যে ৬৫ হাজার জেলে সাগরগামী।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ম্যারাথন দৌড়ানোর সময় শরীরে কী হয়? Apr 19, 2025
img
অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও, স্ক্রিন শেয়ারিং Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের Apr 19, 2025
img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025