মিরপুরে বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

রূপনগরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর কর্মী সমর্থকদের উপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এই বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির নেতারা জানান, গত সোমবার স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এস. আই. টুটুলের নেতৃত্বে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর কর্মী সমর্থকরা প্রতিবাদ করায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হামলা চালায়। এতে এনসিপির ৩ জন কর্মী ও বাগছাসের ৪ নেতা কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর, এম এম সোয়াইব, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের, আল ইমরান নায়েম, অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন প্রমুখ।

এফপি/টিএ

Share this news on: