নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের সম্বর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪৩) ও হায়াতপুর গ্রামের মৃত রসিদ সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। এ ছাড়া রনু মিয়া নামের আরও একজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন বিকেলে সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তার সঙ্গে থাকা একই গ্রামের রানু মিয়া নামের একজন গুরুতর আহত হন।
পুর গ্রামের কবির হোসেন বিকেলে গরু নিয়ে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জের ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে রাখাল সরকার হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
এমআর/টিএ