তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে আশুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জামগড় ও ইটখোলা এলাকার প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৪০০ মিটার পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ১১ হাজার ৩৩৪ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হবে।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচটি পৃথক মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
এমআর/টিএ