রাজধানীর মিরপুরের পল্লবীতে চার বছরের এক শিশুর পায়ুপথে মোটরসাইকেলে হাওয়া দেওয়া কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে পল্লবীর বেড়িবাঁধ এলাকার একটি বাইক সার্ভিসিংয়ের দোকানে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশু আবু বকর সিদ্দিক পরিবারের সঙ্গে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় থাকত। তার বাবা মো. জাবেদ একজন শ্রমিক। মা আয়শা বেগম পোশাক শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় বাসিন্দা সোহেল ব্যাপারী বলেন, শিশুটির বড় ভাই জিহাদ ওই বাইক সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। শিশুটি তার ভাইয়ের সঙ্গে দেখা করতে দোকানে গিয়ে খুঁজে পায়নি।
এ সময় দোকানে থাকা চারজন শিশুটির পায়ুপথে হাওয়া দেয়। এ সময় শিশুটি চিত্কার করলেও তারা থামেনি। এক পর্যায়ে পেট ফেটে মারা যায় শিশুটি।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর বাউনিয়াবাঁধের একটি বাইক সার্ভিসিং দোকানে কম্প্রেসার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ মিলেছে।
এ ঘটনায় চারজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরই মধ্যে আকাশ নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরো বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।
আরএম/টিএ