পিএসএলে সাকিব-ফিজকে ছাড়িয়ে রিশাদ

​পিএসএলে রিশাদ শেষ দুই ওভারে উইকেট না পেলেও স্পেলের শুরুতেই করেছিলেন বাজিমাত। করাচি কিংসের বিপক্ষে প্রথম দুই ওভারে ৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট, তাতেই মুগ্ধ ধারাভাষ্যকাররাও। কারণ মূল কাজটা রিশাদ সেরে ফেলেছিলেন তার স্পেলের প্রথম দুই ওভারেই।  এছাড়া শেষ দুই ওভারে কিছুটা খরুচে স্পেলই করেছেন। দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়েছেন। 

রিশাদের সময়টা লাহোর কালান্দার্সে বেশ দারুণই কাটছে বলতে হবে। নিজের সুযোগ পাওয়া প্রথম ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। সেটা আবার পিএসএলে বেশকিছু রেকর্ডেরই জন্ম দিয়েছিল। লাহোর-করাচির পিএসএল ক্লাসিকোতে এসেও বাংলাদেশের স্পিনার ধরে রাখলেন সেই সাফল্য। এবারে তার ঝুলিতে জমা হলো শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। তার তাতে পিএসএলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কীর্তিকে ছাড়িয়ে গেলেন রিশাদ।

ব্যাটিং ইউনিটে লাহোর বড় স্কোর দাঁড় করায় ফখর জামানের ৭৬ এবং ড্যারিল মিচেলের ৭৫ রানের সুবাদে। আর বোলিং ইউনিটে শাহীন আফ্রিদি শুরুর ওভারেই নিয়েছেন দুই উইকেট। আর মিডল অর্ডার বিধ্বস্ত হয়েছে রিশাদ-রাজার স্পিনিং জুটির কাছে।

গতকালের ৩ উইকেটের পর পিএসএলে রিশাদের উইকেট ৬টি। পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় দুইয়ে এখন এই লেগস্পিনারের নাম। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ, এই দুজনের ঝুলিতে আছে ৮ উইকেট। আর মুস্তাফিজুর রহমানের উইকেট ৪টি।

বাংলাদেশের বোলারদের মধ্যে পিএসএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও দুইয়ে ২০২৫ আসরের রিশাদ। ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন ৫ উইকেট। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের জার্সিতেই পেয়েছিলেন ৪ উইকেট। এই দুজনের কীর্তিই এখন রিশাদের পেছনে। সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ।

২০১৬-১৭ মৌসুমে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিশাদ হয়ত খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি। পিএসএলে তার পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

রিশাদ অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশিদের বাকি কীর্তিকে। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের 'ফজল-এ-মাহমুদ ক্যাপ' এখন তার দখলে। এমন কিছু পিএসএলে করা হয়নি সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজের। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
পারমাণবিক প্রকল্পে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনা সম্পন্ন Apr 20, 2025
img
সরকারবিরোধী আন্দোলনের প্রয়োজন নেই, আমরাই বসিয়েছি তাদের—নজরুল ইসলাম খান Apr 20, 2025
img
‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, বদলির পর রহস্যময় স্ট্যাটাস ওসির Apr 20, 2025
img
গ্রেফতারে অনুমতির শর্ত: ডিএমপি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট Apr 20, 2025
img
কানাডা টি-টেনের ড্রাফটে দুই টাইগার ক্রিকেটার Apr 20, 2025
img
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’ Apr 20, 2025
img
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় ইসরায়েল, ট্রাম্পের আপত্তি Apr 20, 2025
img
মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল Apr 20, 2025
img
ইতিহাস গড়ল ইমরানের ‘গ্রাউন্ড জিরো’ Apr 20, 2025
img
অমিতাভকে ‘মেরে’ ডুবেছিলেন নিজেই—পুনীত ইসারের জীবনের ট্র্যাজেডি! Apr 20, 2025