টিউলিপের গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। এ সময় সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেফতারের বিষয়টিও উঠে এসেছে।

মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস টিউলিপের বিষয়েও কথা বলেন।

তিনি প্রশ্নকারীর প্রসঙ্গ টেনে বলেন, আমার কাছে যা বলার আছে, তা হলো বাংলাদেশ সংক্রান্ত একটি বিষয় উল্লেখ করতে চাই, আর সেটা হলো-যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বাংলাদেশি আদালত থেকে জারি করা হয়েছে। অবশ্য, আপনি যেসব বিষয়ে কথা বললেন- বিক্ষোভসহ অন্যান্য বিষয়- সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রতিবেদনগুলোও দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না। তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, কীভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির হামলা, ফেসবুক লাইভে কাঁদলেন কেন্দ্রীয় সমন্বয়ক Apr 16, 2025
img
প্রধান উপদেষ্টাকে বিএনপির চিঠি, নতুন কী আছে চিঠিতে Apr 16, 2025
img
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান Apr 16, 2025
img
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত : আসিফ নজরুল Apr 16, 2025
img
ব্রিটিশ হাইক‌মিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ Apr 16, 2025
img
জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি Apr 16, 2025
img
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে জরুরি নির্দেশনা Apr 16, 2025
img
সব কিছু ধ্বংস করে দিচ্ছে— ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় বাইডেন Apr 16, 2025
img
তারেক রহমান নিয়ে ইশরাক যা বললেন Apr 16, 2025
img
অনন্যা পাণ্ডের ক্যারিয়ারে নতুন মাইলস্টোন Apr 16, 2025