তিন বছর পর আবারও পর্দায় ফিরছেন আমির খান। আর এবার তিনি নিয়ে আসছেন এক গভীর আবেগময় গল্প—সিতারে জমিন পার। ২০০৭ সালের তারে জমিন পার-এর উত্তরসূরি এই ছবিটি এবার প্রাপ্তবয়স্কদের মানসিক সংগ্রাম ও আত্ম-অন্বেষণের গল্প বলবে।
জেনেলিয়া দেশমুখ-এর উপস্থিতি ছবিটিকে আরও হৃদয়স্পর্শী করে তুলেছে। সম্প্রতি মুম্বইয়ের মারোলে-তে পাঁচ দিন ধরে এক বিশেষ গান শ্যুট করা হয়েছে, যা ছবির আবেগঘন মুহূর্তগুলোর সঙ্গে মিশে যাবে। পরিচালনায় রয়েছেন আর এস প্রসন্ন, আর কোরিওগ্রাফির দায়িত্বে আছেন বিজয় গাঙ্গুলি।
এই ছবির মূল ভাবনা খেলাধুলা ও আত্মমর্যাদার খোঁজ। যেখানে তারে জমিন পার শিশুদের লার্নিং ডিজঅ্যাবিলিটিজ নিয়ে কথা বলেছিল, সেখানে সিতারে জমিন পার তুলে ধরবে বয়স্কদের মানসিক প্রতিবন্ধকতা ও তাদের আত্ম-অন্বেষণের যাত্রা।
সবচেয়ে আনন্দের বিষয়, দর্শীল সাফারি-ও ফিরছেন! তারে জমিন পার-এর ঈশান অবস্থি চরিত্রে যিনি দর্শকদের হৃদয় জয় করেছিলেন, এবার তিনি আবার আমির-এর সঙ্গে পর্দায় আসছেন।
ছবির পোস্ট-প্রোডাকশন প্রায় শেষ, আর মে মাসে শুরু হবে প্রচার। মুক্তি পাবে মে ২০২৫-এর শেষে। আমির খান-এর কাছে এই প্রকল্পটি অত্যন্ত ব্যক্তিগত, তিনি চান ছবিটি যেন যথার্থ সম্মান ও আবেগের সঙ্গে উপস্থাপিত হয়।
সিতারে জমিন পার শুধুমাত্র আরেকটি সিনেমা নয়, এটি হবে এক অন্তর্দৃষ্টিপূর্ণ ও আশাজাগানিয়া অভিজ্ঞতা, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে।
টিএ/