সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে স্পষ্ট বলা হয়েছে, বিদেশ সফরে স্বামী, স্ত্রী কিংবা সন্তানদের সফরসঙ্গী করা যাবে না। একইসঙ্গে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নেও এমন ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সই করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়, যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা, সিনিয়র সচিব বা সচিবদের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা নির্দেশনার ভিত্তিতে এসব নিয়ম অনুসরণে অনুরোধ জানায় সরকার।


এসএস/এসএন

Share this news on: