ভারতে চলন্ত ট্রেনে প্রথমবারের মতো এটিএম সুবিধা

প্রতিবেশী দেশ ভারতের ট্রেনে যাত্রীদের জন্য প্রথমবারের মতো এটিএম সুবিধা চালু করা হয়েছে। এতে করে চলন্ত ট্রেনেই যাত্রীরা নগদ টাকা তুলতে পারবেন। বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ভারতে প্রথমবারের মতো একটি চলন্ত ট্রেনে এটিএম সুবিধা চালু করা হয়েছে।

মধ্য রেলওয়ে এবং ব্যাংক অব মহারাষ্ট্রের যৌথ উদ্যোগে পঞ্চবটী এক্সপ্রেসে এ এটিএম সুবিধা স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে যাত্রীরা এখন সফরের মাঝপথে টাকার প্রয়োজন হলে সহজেই নগদ অর্থ তুলতে পারবেন।

ভারতের মধ্য রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সবসময় যাত্রীদের সুবিধা বাড়ানোর জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছি। এই এটিএম সুবিধা চালু করার মাধ্যমে আমরা যাত্রীদের সফরকে আরও সহজ ও আনন্দদায়ক করতে চাই।

এ উদ্যোগের পিছনে লক্ষ্য হলো, যাত্রীদের জরুরি নগদ রুপি প্রয়োজন মেটানো। অনেক সময় দেখা যায়, দীর্ঘ যাত্রার মাঝে যাত্রীদের হঠাৎ টাকার প্রয়োজন হয়, কিন্তু ট্রেনে থাকার কারণে তারা এটিএম-এর সুবিধা পান না। ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সমাধানে ভারতীয় রেলওয়ে এই উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে।

পঞ্চবটী এক্সপ্রেসে স্থাপিত এই এটিএমটি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এটিএমটি ট্রেনের একটি নির্দিষ্ট কামরায় স্থাপন করা হয়েছে, যেখানে দেশটির যাত্রীরা নিরাপদে অর্থ তুলতে পারবেন।

ব্যাংক অব মহারাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই এটিএমটি বিশেষভাবে ট্রেনের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে চলন্ত ট্রেনের গতি বা কম্পন এটিএম-এর কার্যকারিতার উপর কোনো প্রভাব না ফেলে। এটিএমটি সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

দেশটির রেল বিশেষজ্ঞ অমিতাভ শর্মা বলেন, ‘ট্রেনে এটিএম সুবিধা চালু করা একটি উদ্ভাবনী পদক্ষেপ।

এটি শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং ভারতীয় রেলওয়ের প্রতি মানুষের আস্থাও বাড়বে। ভবিষ্যতে এই ধরনের সুবিধা দীর্ঘ দূরত্বের ট্রেনগুলোতে আরও বেশি কার্যকর হতে পারে।’

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025