বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, মরদেহ হস্তান্তর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য বা কথা বলতে রাজি হয়নি বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করে ভারতীয় বিএসএফ ও পুলিশ। গভীর রাতেই জানাযা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে।এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) বিএসএফের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়।
 
নিহত হাসিবুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার জাহিদ ইসলামের ছেলে। হাসিবুল ৫ মাস আগে বিয়ে করেছেন। স্বামী-স্ত্রী দুজনই রাজধানী ঢাকার একটি ইটভাটায় কাজ করতেন।
৭ দিন আগে বাড়িতে বেড়াতে এসেছিলেন।

জানা গেছে, গত বুধবার সিংগীমারী সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায় হাসিবুল ইসলাম। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে গুলিবিদ্ধ হন হাসিবুল।

পরে বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের বাট ও হাতে থাকা লাঠি দিয়ে মেরে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

এরপর গুরুতর আহত হাসিবুলকে শীতলকুচি থানার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার সীমান্ত ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের খারিজা জোংড়া সীমান্তবর্তী স্থান দিয়ে হাসিবুলের মরদেহ বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ ও পুলিশ।
 
এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার রাজ কুমার, শীতলকুচি থানার ওসি ও বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার এসআই তাজরুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতেই নিহতের মরদেহ তার বাবা ও চাচার নিকট হস্তান্তর করে থানা পুলিশ। এরপর হাসিবুলের মরদেহ রাত ১টার দিকে নিজবাড়িতে পৌঁছয়। আর রাত ২টায় জানাযা শেষ হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পুলিশ এবং বিজিবির নিকট মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আবেগের ঝড় তুলে এলো তেরে ইশ্‌ক মেঁ- এর ট্রেলার Nov 15, 2025
img
'স্পিরিট'-এ প্রভাস আসছে নতুন লুকে Nov 15, 2025
img
জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার Nov 15, 2025
img
গত ১৪ মাসে সব কিছু তছনছ হয়ে গেছে, হায় আল্লাহ এটা কী হলো : গোলাম মাওলা রনি Nov 15, 2025
img
‘সাইয়ারা’ সিনেমার আন্তর্জাতিক পুরস্কার অর্জনে অভিভূত পরিচালক Nov 15, 2025
img
ফিটনেসে অনুপ্রেরণা পেয়েছি ধর্মেন্দ্র থেকে: সালমান Nov 15, 2025
img
দ্বিতীয় মৌসুমে চলচ্চিত্র জগতে পা রাখবেন হীরামণ্ডির নারীরা Nov 15, 2025
লক্ষাধিক রুশ বোমার উৎপাদনে চাপে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা Nov 15, 2025
মামদানির প্রতি নিউইয়র্কবাসীর আস্থা, প্রশাসনে যোগ দিতে ৫০ হাজার আবেদন Nov 15, 2025
একসময় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনই নষ্ট করত শিক্ষার্থীদের ক্যারিয়ার : ফরহাদ Nov 15, 2025
img
ভিজয় দেবরকোন্ডার প্রশংসায় আবেগতাড়িত রাশমিকা মন্দানা Nov 15, 2025
img
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি Nov 15, 2025
img
পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস Nov 15, 2025
img
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত Nov 15, 2025
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড! ঘটনায় ক্ষোভে/ ফুঁসছে সাধারণ মানুষের Nov 15, 2025
পুনরায় চালু হলো ঐতিহাসিক পি এস মাহসুদ Nov 15, 2025
img
'সাফল্যের জন্য ঘামই একমাত্র পথ' Nov 15, 2025
আখতার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! Nov 15, 2025
img
নতুন কোনো দাবি আমরা মানব না : মেজর হাফিজ Nov 15, 2025
img
তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 15, 2025