সঠিক সমালোচনা করুন কিন্তু গুজব ছড়াবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণসংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তার দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি অর্থে কোনো প্রকার অনৈতিক বিদেশ ভ্রমণ হয়নি। একইসঙ্গে তিনি জবাবদিহির জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে অনৈতিক ভ্রমণ হয়নি, নাহিদ ইসলাম কিংবা আমার সময়ে। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে বিদেশ ভ্রমণের ডজন ডজন অনুরোধ এসেছিল, উনি একবারের জন্যও বিদেশ ভ্রমণ করেননি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র মন্ত্রী যিনি বিদেশ ভ্রমণ করেননি।

নিজের বিষয়ে তিনি বলেন, আমি ৫ মার্চ থেকে দায়িত্ব পালন করছি। আমার সময়ও অনৈতিক, বিদেশ ভ্রমণ হচ্ছে না। নিজেও বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করছি। নিজের স্বল্প সময় চারটি বিদেশ ভ্রমণ প্রস্তাবনা ডিক্লাইন (প্রত্যাখ্যান) করেছি। সচিব পর্যায়ের একটি চার দিনের দরকারি ভ্রমণকে দুই দিনে এনেছি এরকমও হয়েছে।

তিনি উল্লেখ করেন, বটম লাইন হচ্ছে, নাহিদ ইসলাম কিংবা আমার সময়ে সরকারি খরচে বিদেশ ভ্রমণ হয়নি। তবে ঠিকাদারের অর্থে শুধুমাত্র একটা বিদেশ ভ্রমণ হয়েছে, সেটা বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি। এটা প্রতিবছর হয় যেখানে ঠিকাদার বা ভেন্ডরগুলো নিজ নিজ প্রযুক্তি প্রদর্শন করে। যেহেতু তারা নিজেদের প্রযুক্তি প্রদর্শন করে সেজন্য তারাই পৃথিবীর প্রতিটা দেশ থেকে স্টেক হোল্ডারদের নিয়ে যায় নিজ নিজ খরচে। বিশ্বখ্যাত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভেন্ডরদের মাধ্যমেই যেতে হয়, এটা তাদের টেক শো।

তিনি আরও বলেন, প্রচণ্ড ব্যস্ত সময় পার করছি। নিজের শিডিউল (সময়সূচি) বিপর্যয় হবে, এজন্য আমি যাইনি, কিন্তু আমাদের টিম গিয়েছে। এটাকে ঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণ বলে চালিয়ে দিয়েছে একটি পত্রিকা। আগের সরকারের আমলে প্রায় ৫০ জনের টিম যেত, এবার পাঁচজনের বেশি যায়নি।

ফাইজ তাইয়েব আহমেদ আহ্বান জানান, সঠিক সমালোচনা করার জন্য এবং যেকোনো অভিযোগের জবাবদিহি করতে তিনি প্রস্তুত। তবে, তিনি গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
‘জাট’ ও ‘সিকান্দার’ ঘূর্ণিতে ‘কেশরী ২’ প্রথম দিনেই চাপে Apr 19, 2025
img
ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ মোদির Apr 19, 2025
img
পলক বাদ, এবার রাশার প্রেমে সাইফপুত্র! Apr 19, 2025
img
সরকারের ভুলত্রুটি হলেও গণমানুষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না: জোনায়েদ সাকি Apr 19, 2025
img
রাবির ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Apr 19, 2025
img
খুনের বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না: শফিকুর Apr 19, 2025
img
পাকিস্তানি অভিনেত্রী আনুশে আশরাফের বিয়ের বাজনা বাজল তুরস্কে Apr 19, 2025
img
‘আজ থেকে সর্বনিম্ন ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা’ Apr 19, 2025
img
রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের Apr 19, 2025
img
হাসিনা পালানোর কথা শুনে বোরকা খুলে ফেলে দেই: বাঁধন Apr 19, 2025