রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার

ঢাকার মিরপুর এলাকায় চাপাতি ঠেকিয়ে তরুণীর ভ্যানিটি ব্যাগ ও রুপার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতারকরেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম শাকিল। গত শুক্রবার ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, শাকিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত। গত বৃহস্পতিবার ভোরে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এক তরুণীর রিকশার গতিরোধ করে চাপাতি ঠেকিয়ে ছিনতির ঘটনা ঘটে। তরুণীর কাছ থেকে একটি রুপার চেইন, ভ্যানিটি ব্যাগ, আড়াই হাজার টাকা ও তিনটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, গ্রেপ্তার শাকিল ছিনতাইয়ের সময় মোটরসাইকেলের চালকের ভূমিকায় ছিলেন। তার দেওয়া তথ্যে ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি তার মণিপুর এলাকার বাসা থেকে এবং ছিনতাই করা আড়াই হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল গাজীপুরের পুবাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে যুক্ত আরও এক সদস্য শ্যামলকে ধরতে সাভারের কাউনদিয়া এলাকায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল পালিয়ে যায়। তাকে ও তার সহযোগীকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় থাকা তরুণ ও তরুণীর সামনে মোটরসাইকেল থামিয়ে তিন ছিনতাইকারী নামেন। তাদের মধ্যে একজন সাদা টি-শার্ট পরা যুবক কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীকে ভয় দেখায় এবং তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। অপরজন কালো শার্ট পরা ছিনতাইকারী তরুণীর গলা থেকে রুপার চেইন ও একটি ব্যাগ কেড়ে নেয়। ঘটনার এক পর্যায়ে তরুণীর সঙ্গী তরুণ তার ব্যাগ ফেরত চাইলে ছিনতাইকারীরা সেটি ছুড়ে মেরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে একজন নিরাপত্তাকর্মী লাঠি হাতে এসে উপস্থিত হন।

পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025
img
আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল Apr 19, 2025
img
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প Apr 19, 2025
img
ঢাকা পলিটেকনিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, লাল কাপড়ে ঢাকলো মূল ফটক Apr 19, 2025
img
“গুপ্তচরের গুণ থাকলে একজনের উপর নজর রাখতাম” — ইঙ্গিত কি নাগ চৈতন্যের দিকে? Apr 19, 2025
img
আবার খুলছে হগওয়ার্টসের দরজা! নতুন ‘হ্যারি পটার’ সিরিজে কারা থাকছেন? Apr 19, 2025
img
‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি’ Apr 19, 2025
img
ঋতুস্রাব নিয়ে পুরুষদের প্রতি কড়া বার্তা জাহ্নবীর: “তারা পারত না টিকতে!” Apr 19, 2025
img
বনলতা সেনের চরিত্রে নাবিলা Apr 19, 2025