রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ এখন কঠিন অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকটের সমাধানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তিনি বলেন, “তারা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়—এজন্য তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সম্ভব নয়। আবার তাদের উপেক্ষা করেও সমাধান অসম্ভব।” তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় গোষ্ঠীর সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এছাড়া তিনি জানান, সম্প্রতি ঢাকায় সফররত দুই মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্যারিফ ইস্যুতে আলোচনা হয়েছে।

ভারতের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশকে জড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এ বিষয়ে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।”
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, “মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।” পাশাপাশি তিনি ভারতে মুসলিমদের ওপর হামলার নিন্দা জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা তৌহিদ হোসেন ১৯৭১ সালের ১৮ এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক যাত্রা শুরুর কথাও স্মরণ করেন।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে Apr 19, 2025
img
শেখ হাসিনা-কাদের-আসাদুজ্জামানসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা Apr 19, 2025
img
আরসিবির হারে ক্ষুব্ধ বীরু: ‘কমন সেন্স দেখাতে পারলেন না বিরাটরা’ Apr 19, 2025
img
‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি’, অনন্তর জন্মদিনে বর্ষা Apr 19, 2025
img
হান্নান মাসউদ জানালেন, ছবির সেই অফিসটির মালিক কে Apr 19, 2025
img
‘বরবাদ’-এর প্রযোজকের অভিযোগ: হল মালিকরা দিচ্ছেন না আয়ের সঠিক হিসাব Apr 19, 2025
img
ডিপিএলে বিতর্কিত আউট ঘিরে তদন্ত, বিসিবি সভাপতির সতর্ক বার্তা Apr 19, 2025
img
অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল Apr 19, 2025
img
'চুরি-কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত' Apr 19, 2025
img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025