সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ জুয়েল মিয়া (৫৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের মৃত সৈয়দ খলা মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
তাকে ২০২৪ সালে বিস্ফোরক দ্রব্যাদি আইনে সিলেটের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পালাতক আসামিদের গ্রেফতারেও র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরএম/টিএ