পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আবারো জুলাইতে ফিরে যাব : খান তালাত মাহমুদ রাফি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখা।

এর আগে বিকেল ৩টার দিকে নগরের জামালখান এলাকায় জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারো জুলাইতে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’

চট্টগ্রাম নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সাইফ উদ্দিন মারুফ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু করে জামালখান, চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে নগরীর আন্দরকিল্লা এলাকায় গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এনসিপি নেতাদের ওপর হামলা করেছে ছাত্রদল।

এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করার প্রতিবাদ করায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ছাত্রদলের কর্মীরা কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন।

একই ঘটনায় কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে।

এসএম/টিএ

Share this news on: