ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হলেও ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ কখনো নিঃশেষ করবে না বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইউরেনিয়াম মজুদ রক্ষায় ইরান অটল থাকবে।

আজ নশুক্রবার (১৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি আরও বলেন, “ইরানের রেড লাইন ‘যেটি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক করেছেন’ সেটি নিয়ে কখনো ছাড় দেওয়া হবে না। ইরানের রেডলাইন হলো— ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো ভেঙে ফেলা, একসঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অথবা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আগে যতটুকু ইউরেনিয়াম ছিল সেখান থেকে পরিমাণ কমানো।”

এছাড়া ইরান তাদের মিসাইল পোগ্রাম নিয়েও কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন তিনি।

এই কর্মকর্তা বলেন, “গত সপ্তাহে ওমানে যে বৈঠক হয় সেটিতে ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্র চায় না আমরা আমাদের সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিই। আর এ বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি সাধারণ ভিত্তি হতে পারে।”

এদিকে ইরান শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির ব্যাপারে সিরিয়াস হয় এবং অস্বাভাবিক কোনো দাবি-দাওয়া না করে তাহলে তাদের মধ্যে চুক্তি হতে পারে।

তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফ এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরান যদি তাদের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও নিঃশেষ করে দিতে হবে।

এছাড়া ইরান নিশ্চয়তা চেয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মতো আবারও চুক্তি থেকে সরে যাবেন না। আর চুক্তির অংশ হিসেবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কিছুটা ছাড় দিতে পারে বলে গত সপ্তাহে ওয়াশিংটনকে জানায় তেহরান।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সবাই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না: পরিবেশ উপদেষ্টা Apr 19, 2025
নাহিদ রানাকে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে বললেন শান্ত Apr 19, 2025
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত Apr 19, 2025
বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও যে কারণে পারেননি মেসি Apr 19, 2025
মেসি খেলবেন, যদি শরীর বলে 'হ্যাঁ' Apr 19, 2025
img
মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল Apr 19, 2025
img
নির্বাচন অবশ্যই হবে, তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে : আখতার হোসেন Apr 19, 2025
img
ট্রাম্প-মোদি-শি এসে সমস্যার সমাধান করবে না: মির্জা ফখরুল Apr 19, 2025
img
বাংলাদেশ ১৭৯ রানের সহজ লক্ষ্য দিলো পাকিস্তানকে Apr 19, 2025
img
গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে Apr 19, 2025