হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, একটি দোকান থেকে আগুন শুরু হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি, কসমেটিকস, সেলুন, হোটেল-রেস্টুরেন্ট, লাইব্রেরি, গ্যাস ও কীটনাশক বিক্রির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ চন্দ্র নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
আরআর/এসএন