মার্কিন যুক্তরাষ্ট্র ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেয় না, বরং তাদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়।
বার্তায় বলা হয়েছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না। ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আরআর/এসএন