অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঢেউয়ের আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূলজুড়ে এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ঘটে। শনিবার দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের টাথরার কাছে পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চলছে।
এর এক দিন আগেই রাজ্যটিতে পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক জেলে ও আরো দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়।
এ ছাড়া সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চলছে। অন্যদিকে শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমোতে একদল লোক সাগরে ভেসে গেলে এক নারী মারা যান ও এক পুরুষ এখনো নিখোঁজ।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ‘নারীদের একজন নিজে নিজে উপকূলে ফিরে আসতে পারলেও অন্য নারী ও পুরুষ তা পারেননি।’
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিনতা অ্যালান ঘটনাটিকে ‘ইস্টার সপ্তাহান্তের করুণ সূচনা’ বলে উল্লেখ করেন। খ্রিস্টানদের জন্য ইস্টার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা রবিবার উদযাপিত হবে। তিনি আরো বলেন, ‘এভাবে কেউ প্রাণ হারালে তা খুবই মর্মান্তিক ঘটনা, আর সামনে হয়তো আরো দুঃসংবাদ অপেক্ষা করছে।’
দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া মানুষদের টহল দেওয়া সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।
ওয়েরার আরো বলেন, ‘তবে উপকূলীয় জায়গাগুলোতে অনেক ধরনের বিপদ থাকে—কিছু দৃশ্যমান, কিছু নয়। এ জন্য আমরা একটা সাধারণ পরামর্শ দিই : থামুন, চারপাশ দেখুন এবং বাঁচুন।’
আরএ