বৈশাখী বৃষ্টিতে ভিজল সকালের ঢাকা, বজ্রপাতের পূর্বাভাস

ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই মেঘ ভেঙে সকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। বেলা গড়িয়ে সকাল সাড়ে ৯টা বাজলেও সূর্যের মুখ দেখা যায়নি।

এরআগে আবহাওয়া অফিস জানিয়েছিল, সকাল থেকে দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রঝড়সহ বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, মতিঝিল, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

সকালেই হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বৃষ্টিতে গরমের দাপট কিছুটা কমেছে।

সকালে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আবহাওয়া অফিস বলছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আর দুপুরের পর বৃষ্টি থাকবে না।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের সঙ্গে ঝড় হতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তিনি জানান, সকাল ৮টা থেকে পরবর্তী দুই-চার ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এরও বেশি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে ঘরের জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না।
কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না। কংক্রিটের দেয়ালে হেলান দেয়া যাবে না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকতে হবে। আর শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান নিতে হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025
img
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 21, 2025