হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা
মোজো ডেস্ক 02:41PM, Apr 21, 2025
অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যখন কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাফার জোন অতিক্রম করে গাজা প্রবেশের চেষ্টা করেন। যদিও তারা মূল গাজা সীমানায় পৌঁছাতে পারেননি, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রোববার (২০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গাজা সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এবং এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে আইডিএফ। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে তারা।
তবে আটককৃতদের পরিচয় বা তারা কেন এমন চেষ্টা করেছেন— সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা স্বজনদের উদ্ধারে অনেকে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে দেশটির নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।