তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব, পুলিশকে ইনু-শাহজাহান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং হাসানুল হক ইনু হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

গতকাল রোববার (২০ এপ্রিল) সকালে প্রিজনভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা যায়, শাহজাহান খান বিচারকাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’ তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। সেসময় ট্রাইব্যুনালে কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান বিচারক।

ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন্নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজনভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেবো। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়।

এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না তারা এসব বলেনি। সব মিথ্যা কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে।

শাজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, আমরা রাজাকারদের হাতকড়া পরাইনি, আমাদের কেন হাতকড়া পরানো হয়েছে? এটা লজ্জাজনক।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025
img
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 21, 2025