নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগ করে নিজ বাড়িতে আগুন

নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর জুনায়েদ তার বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবি করে আসছিলো দীর্ঘদিন ধরে। রবিবার সকালেও এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তারপরও মোটরসাইকেল কিনে দিতে সম্মতি না হলে এক পর্যায়ে বাবার সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয়।

প্রতিবেশীরা আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলে। পরে বাবা কামাল হোসেন পুলিশে খবর দেয়।

মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে গেলে নিজে তার ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় লোকজন ও বাবার সুপারিশে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ।

পরে সারাদিন আর বাড়ি ফেরেনি জুনায়েদ। সবশেষ রাত ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েদ। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। এবারও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে পুরো পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাবা কামাল হোসেনের। তবে পোল্ট্রি খামারে কোনও মুরগি ছিল না।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুরে পুলিশে খবর দিলে কামাল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের ও বাবার সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়। রাতে পুনরায় আগুন দেয়ার ঘটনা শোনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঐ সময় জুনায়েদকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025