চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টায় মিরসরাই পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতার নাম জাহাঙ্গীর আলম প্রকাশ হোসাইন রিয়াদ (২৬)। তিনি মিরসরাই কলেজ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির কামরুল হাসানের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’