যে জুলাইয়ের জন্য আজকে যাচ্ছেতাই বলা যাচ্ছে সে জুলাই ভুইলেন নাহ: তালাত মাহমুদ রাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে অতীতের গুরুত্বপূর্ণ সময়কে স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি লেখেন, "সহজেই আমরা অনেক কিছু ভুলে যাই। যে জুলাইয়ের জন্য আজকে যাচ্ছেতাই বলা যাচ্ছে, সে জুলাই ভুইলেন নাহ!"  এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তায় তিনি বোঝাতে চেয়েছেন, কোনো একটি সময় বা ঘটনা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নেতিবাচক মন্তব্য করা হলেও, অতীতে সেই সময়ের গুরুত্ব বা অবদান যেন ভুলে না যায় মানুষ।


এমআর/টিএ


Share this news on: