সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩টি মামলা দায়ের করেছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, প্রথম মামলায় সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ১২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, তার স্ত্রী শাহীন আকতার তার স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই মামলায় তার সঙ্গে খাইরুজ্জামান লিটনকেও আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায়, কন্যা আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে পিতার সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, তার নামে থাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। এই মামলায়ও তার পিতা খাইরুজ্জামান লিটনকেও আসামি করা হয়েছে।

তিনটি মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025
img
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৬ কোটি ডলার Apr 22, 2025
img
এ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮% : আইএমএফ Apr 22, 2025
কারওয়ান বাজারে পিয়াজ ব্যবসায়ীদের সি'ন্ডি'কে'ট ভে'ঙে দিল ভোক্তা'র কর্মকর্তা Apr 22, 2025
হঠাৎ কেন উত্তাল তিব্বত? Apr 22, 2025