ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত ২৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ওই দিন পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
জামিন আবেদন করা দুই আইনজীবী হলেন—সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা জজ আদালতের কৌশলী অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন তারা। ওই মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা ফের জামিনের জন্য আবেদন করেন।
এ সময় আদালত তাদের জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেন এবং একইদিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পাশাপাশি মামলার এজাহারে বর্ণিত ঘটনার দিন তাদের অবস্থান কোথায় ছিল, তা নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, “আদালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে, সেদিনই আবার শুনানি হবে।”
এসএস/টিএ