তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবেলায় জেলা তথ্য অফিসগুলোকে কার্যকরভাবে কাজ করতে হবে।” পাশাপাশি স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়াদি প্রচারেও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন, স্থানীয় সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলা তথ্য কর্মকর্তারা সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে পারেন।
তিনি জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ-কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “তথ্য সংরক্ষণ ও প্রচারে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “জেলা তথ্য কর্মকর্তাদের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে হবে। গুজব ও অপতথ্য প্রতিরোধে তাদের দায়িত্বশীল ভূমিকা আশা করা হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজমুল কবির, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মুহাম্মদ আবদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আবেদ নোমানী, সাবেক সচিব সৈয়দ সুজা উদ্দিন আহমেদ ও সাবেক মহাপরিচালক মো. আব্দুল মান্নান।