শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দাবিতে চলমান অনশন কর্মসূচি থেকে সরে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে তার আহ্বানে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল রয়েছেন।
আজ বুধবার (২৩ এপ্রিল) দীর্ঘ আধাঘণ্টা শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বের হওয়ার সময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়।’