টেকনাফের পাহাড় থেকে সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক উদ্ধার

নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯ টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে এদের উদ্ধার করা হয়।

এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্ধার হওয়া সকলেই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাবাজার এলাকার পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।

নিখোঁজদের অক্ষতবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের ৪ স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাজারছড়া পাহাড় থেকে নিখোঁজদের উদ্ধার করে। ওই ৬ জনকে অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছিল বলে জানাযায়। তবে অপহরণকারী কাউকে আটকের খবর জানা যায়নি।

মঙ্গলবার দুপুরের দিকে নিখোঁজ রশিদ আহমদ কল করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে জানান, তাদেরকে ট্রলারে করে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

বাহার উদ্দিন গনমাধ্যম কর্মীদের বলেন, মঙ্গলবার দুপুরে বিদেশি একটি নাম্বর থেকে তার মুঠোফোনে কল করে ইন্দোনেশিয়ার বিষয়টি জানানো হয়। কিন্তু অবশেষে পুলিশ টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে নিখোঁজদের উদ্ধার করে।

এর আগে, গত ১৫ এপ্রিল জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬জন কাজের খোঁজে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরা হলেন- মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমির খানের স্বপ্নের প্রজেক্ট: ‘মহাভারত’ নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি! Apr 23, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার Apr 23, 2025
img
রিজভীর প্রশ্ন : কোন আইনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার? Apr 23, 2025
img
জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে Apr 23, 2025
img
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ Apr 23, 2025
img
৩৪ ঘণ্টা পর চবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, চারুকলা ক্যাম্পাসে ফেরাতে সিদ্ধান্ত Apr 23, 2025
img
দোহারে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেফতার ৫ Apr 23, 2025
img
বিশ্বজুড়ে শতাধিক পররাষ্ট্র দপ্তর বন্ধ করছে যুক্তরাষ্ট্র Apr 23, 2025
img
হারের পথে হাঁটছে বাংলাদেশ Apr 23, 2025
হিরো আলমকে ‘কট্টর পুরুষতান্ত্রিক’ বলে রিয়া মনির পাশে তসলিমা Apr 23, 2025