ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি দিল্লিতে পৌঁছান। এর আগে হামলার খবর পেয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতেই রওনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর ভিজ্যুয়ালে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রধানমন্ত্রীর ভারতীয় বিমানবাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেয়।

ফেরার পথে মোদিকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের ‍দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়।

রুট পরিবর্তন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই মুহূর্তে পাকিস্তান থেকে উদ্ভূত হুমকি সম্পর্কে সচেতন। প্রধানমন্ত্রী ও বিমানে থাকা প্রতিনিধিদলের নিরাপত্তার জন্য দেশে ফেরার পথে বিমানের পথ পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ হিসেবে দেখছেন ভারতীয় বিশ্লেষকরা।

মোদি ভোরে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। বৈঠকের শুরুতে মোদিকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে, যা অস্বীকার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 23, 2025
img
৬০০ কোটির ক্লাবে ছাভা, ইতিহাস গড়লেন ভিকি কৌশল Apr 23, 2025
img
দলগুলোর একমতের বিষয়গুলো কেন জাতিকে জানানো হচ্ছে না, প্রশ্ন আমীর খসরুর Apr 23, 2025
img
বাংলাদেশের হয়ে মিরাজের অনন্য রেকর্ড Apr 23, 2025
img
এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরীমনি Apr 23, 2025
img
সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য মোটা হয়েছে, সেও আমার বিরুদ্ধে কথা বলেন: মির্জা আব্বাস Apr 23, 2025
img
বাবা বলেছিলেন, ‌আমায় ছাড়া কাশ্মীর দেখো না : শাহরুখ Apr 23, 2025
img
কাশ্মির হামলার অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান Apr 23, 2025
img
কাশ্মীর হামলার নিন্দা জানিয়ে মোদিকে ড. ইউনূসের বার্তা Apr 23, 2025
img
দুর্যোগে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ Apr 23, 2025