কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁম এলাকায় নির্মমভাবে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের খোঁজে পুরস্কার ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। গত মঙ্গলবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশ এবার সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। তথ্য দিয়ে জঙ্গিদের অবস্থান জানাতে পারলে দেওয়া হবে ২০ লাখ রুপি পুরস্কার।
কাশ্মীর পুলিশের দাবি, ছয়-সাত জনের একটি জঙ্গি দল এ হত্যাকাণ্ড ঘটায়। গোয়েন্দাদের মতে, এর মধ্যে চার-পাঁচজন পাকিস্তান থেকে আগত। বাকি দু’জন কাশ্মীরের স্থানীয় বলে ধারণা। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাশ্মীরজুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। এখন পর্যন্ত ১,৫০০ জনের বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এই হামলার পর কাশ্মীরে পৌঁছে যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি আশ্বস্ত করেন, এই হামলার পেছনে যারা রয়েছে, কেউ রেহাই পাবে না। এর প্রেক্ষিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয় কড়া সিদ্ধান্ত। বাতিল করা হয়েছে সব সার্ক ভিসা। ভারতে অবস্থানরত সার্ক ভিসাধারীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ভারত-পাকিস্তান ‘সিন্ধু জলচুক্তি’ এবং বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা-আট্টারি সীমান্ত পথ।
আরএ/টিএ