কাশ্মীর হামলায় ভারতই জড়িত : পাকিস্তানি বিশেষজ্ঞরা

জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় এটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে বলে মনে করছেন তারা।

কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার তাদের বিশেষ বৈঠকে বসার কথা।

এবার পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বললেন, এসব ঘটনার সময় ভারত প্রতিবারই পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এতে কোনো প্রমাণ থাকুক বা না থাকুক। ২৬ জন নিহতের ঘটনা ভারতেরই ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’। উল্লেখ্য, শত্রুপক্ষকে দোষ চাপিয়ে দেওয়ার জন্য কোনো ঘটনা ঘটানো হলে তাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলা হয়ে থাকে। এটি এমন এক ধরনের কার্যক্রম, যাতে সহজেই অন্য পক্ষকে দোষী হিসেবে চিহ্নিত করা যায়।

কাশ্মীরের ঘটনা নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার (অব.) আহমেদ সাঈদ মিনহাস বলেন, ভারতীয় গণমাধ্যম প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। হামলাটি তাদের দখল করা এলাকার ৪০০ কিলোমিটার ভেতরে সংঘটিত হয়েছিল। কিন্তু পাকিস্তান ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে নিরাপদে ফিরিয়ে দিয়ে অত্যন্ত সংযম দেখিয়েছিল।

আরেক বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) রশিদ ওয়ালিও ভারতের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেছেন, হামলার প্রায় পরপরই পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়, ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন দাবি প্রচার করে। ভারত যদি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে বালাকোট ঘটনার মতো লজ্জার মুখোমুখি হতে পারে।

প্রবীণ পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ সাবেক সিনেটর মুশাহিদ হুসেন সৈয়দ বলেন, সন্ত্রাসী ঘটনাগুলোর পরে পাকিস্তানকে দোষারোপ করা ভারতের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি এটিকে ভারত সরকারের ‘স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, জাফর এক্সপ্রেস হামলা এবং এখন পাহেলগাম ঘটনার মতো এই ধরনের পদক্ষেপগুলো তদন্ত ছাড়াই পাকিস্তানের ওপর ভারতের দোষ চাপানোর পুরোনো অভ্যাসকে মনে করিয়ে দেয়।

ভারতের অভিযোগের ওপর মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ সৈয়দ মুহাম্মদ আলী বলেন, নয়াদিল্লির কথিত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ ইসলাম, পাকিস্তান ও কাশ্মীরি জনগণের অবমাননা করার জন্য কাজ করছে। একইসঙ্গে অভ্যন্তরীণ বিষয় থেকে মনোযোগ সরাতে চায় তারা। তিনি আরও উল্লেখ করেন, ভারত হয়তো বাণিজ্য বিষয়ে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করছে, বিশেষ করে আমেরিকার সঙ্গে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ‘ভারত-অধিকৃত’ জম্মু ও কাশ্মীরের পাহেলগাম এলাকায় এক হামলায় ২৬ প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। গণমাধ্যমের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, পাকিস্তান এই ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। তারা ফেসবুকে এই দায় স্বীকার করে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরানোর পরিকল্পনা ট্রাম্পের Jul 08, 2025
img
নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না: সিইসি Jul 08, 2025
img
টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার ছয় উপজেলা পানির নিচে Jul 08, 2025
img
৬৪ জেলায় এলইডিতে দেখানো হবে জুলাই বিপ্লবের তথ্যচিত্র Jul 08, 2025
img
গাজায় প্রতি ৩ জনের মধ্যে ১ জন কয়েকদিন ধরে কিছু খায়নি: জাতিসংঘ Jul 08, 2025
img
ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে : মির্জা ফখরুল Jul 08, 2025
img
২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ১ জনের, শনাক্ত ৮ Jul 08, 2025
img
মঞ্চে গান নয়, গর্ভস্থ শিশুর হৃদয় ছুঁয়ে দিলেন শ্রেয়া ঘোষাল Jul 08, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৮৬ Jul 08, 2025
img
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার Jul 08, 2025
img
বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব Jul 08, 2025
img
গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ Jul 08, 2025
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিন : মুরাদ Jul 08, 2025
img
আবার জুটিতে ত্রিশা–ভেঙ্কটেশ! আসছে ত্রিভিক্রমের নতুন ফ্যামিলি ড্রামা Jul 08, 2025
img
যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে : প্রেসসচিব Jul 08, 2025
img
ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান Jul 08, 2025
img
চিরঞ্জিতের দুর্দান্ত রূপান্তর: ধর্মেন্দ্র হয়ে জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার Jul 08, 2025
img
'দ্য গার্লফ্রেন্ড' ছবির শ্যুটিংয়ে ক্যাম্পাসে ফিরে আবেগঘন রাশমিকা Jul 08, 2025
img
ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি : নাহিদ ইসলাম Jul 08, 2025
img
চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত Jul 08, 2025