পাকিস্তানিদের জন্য সব ভিসা স্থগিত করল ভারত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। চিরবৈরী প্রতিবেশী দেশের বিরুদ্ধে এবার একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি।

গত বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাকিস্তানবিরোধী পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। এর মধ্যে মেডিকেল ভিসাও রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব বৈধ ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল হিসেবে গণ্য হবে।

এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়ানোর বিষয়ে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের শিগগিরই দেশে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।’’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজ নাগরিকদের পাকিস্তান থেকে ফেরার পরামর্শ দেওয়ায় ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।

পাকিস্তানের বিরুদ্ধে ‘‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে’’ সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্তও বন্ধ করে দিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার ও হাইকমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি।

ভারতের আকস্মিক এমন পদক্ষেপের পর বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

এই দেশের মানুষ বিএনপিকেই চায় Apr 24, 2025
যে চার্জার ব্যবহার করলে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ে Apr 24, 2025
img
৮২ হাজার লিটার ডিজেল ছড়িয়ে পড়েছে দানিউব নদীতে Apr 24, 2025
অশ্লীলতার অভিযোগে জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ Apr 24, 2025
img
‘সহস্রাধিক শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি না হওয়া লজ্জার’ Apr 24, 2025
নির্বাচনকে ঘিরে যে বার্তা দিলেন বিএনপির আমীর খসরু Apr 24, 2025
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করা উচিত’ Apr 24, 2025
img
কি কারণে দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল? Apr 24, 2025
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলেই ধরবে এআই! Apr 24, 2025
কাশ্মীরের ঘটনায় পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত Apr 24, 2025