পারভেজ হত্যায় মাহাথিরের দায় স্বীকার

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেফতার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাথির হাসান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন আসামি মাহাথিরকে আদালতে হাজির করা হয়। 

এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২৩ এপ্রিল সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। গত ২১ এপ্রিল এ মামলায় গ্রেফতার আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে ২৩ এপ্রিল কামাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে জুনায়েদ, সানি ও হৃদয় রিমান্ডে রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হলে বিএনপি ২৫০টিরও বেশি আসন পাবে : দুলু Apr 24, 2025
img
কাশ্মিরের ঘটনাকে মোদির সরকারের ষড়যন্ত্র বলায় গ্রেফতার বিধায়ক Apr 24, 2025
img
বিয়ের দাবিতে আ. লীগ নেতার ঘরে গৃহবধূর অনশন Apr 24, 2025
img
সিন্ধু পানি চুক্তি স্থগিতে যে প্রভাব পড়বে পাকিস্তানের ওপর Apr 24, 2025
img
শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন: শখ Apr 24, 2025
img
পারভেজ হত্যার নেপথ্যে দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে হবে : ছাত্রদল সভাপতি Apr 24, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার শিক্ষা হয়ে থাকবে, বলছে বিসিবি Apr 24, 2025
img
যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান মোহাম্মদ আমির Apr 24, 2025
img
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত Apr 24, 2025
img
ড. ইউনূসের উন্নয়ন উদ্যোগে পাশে থাকবে কাতার Apr 24, 2025