কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার শ্রীনগর সফরে যাচ্ছেন। সেখানে ১৫ কোরের কমান্ডারসহ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পহেলগামে হামলার পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বৈঠকে রাষ্ট্রীয় রাইফেলসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন। সম্প্রতি পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা উপত্যকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় ভারতের সামরিক পদক্ষেপ ও অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ২০টি দেশের কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বৈঠকে বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারতের 'জিরো টলারেন্স' নীতির আওতায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ একাধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশ নেন।
এরইমধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর আগে পহেলগামে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
একইদিনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে শ্রীনগরে আরেকটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়—‘সাধারণ মানুষের ওপর এই ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলা কাশ্মীরিয়ত, ভারতের ঐক্য ও শান্তির ওপর আঘাত।’
এসএস