র‍্যাবের হাতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার

নোয়াখালীতে ডাকাত দলের সর্দার কোরবান আলী জসিমকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকার বাংলাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কোরবান আলী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর নবীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানার এক বাড়িতে সশস্ত্র ডাকাতি চালায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। তখন ভুক্তভোগী ছেলে ও স্ত্রীকে বেঁধে রেখে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় পরদিন থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে কোরবান আলীর নাম।

এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোরবান আলী একাধিক ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমকে বলেন, কোরবান আলী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও নেতা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এসএম/টিএ

Share this news on: