খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলায় একটি খাল থেকে মাহাদী নামে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের তিন ঘণ্টা পর দুপুর ১২টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা নামক এলাকার বগীর খালে ডুবে শিশুটি নিখোঁজের ঘটনা ঘটে। নিহত শিশু মাহাদী একই এলাকার মো. শামীমের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু মাহাদীকে সঙ্গে নিয়ে তার মা ঘরের পাশে ব্রয়লার মুরগির ফার্মে কাজ করছিলেন। এক পর্যায়ে কাজের ফাঁকে মায়ের চোখের আড়াল হয়ে ওই শিশুটি বাড়ির পাশে থাকা একটি খালে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, খালে পড়ে যাওয়ার সন্দেহে তালতলী ফায়ার সার্ভিসকে খবর দেয় স্বজনরা। এরপর ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় খাল থেকে শিশু মাহাদীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর আমাদেরকে শিশু নিখোঁজের খবর দেওয়া হয়েছে। খবর পেয়েই আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এসএম/টিএ

Share this news on: