কাশ্মীরের ঘটনা ‘সম্পূর্ণ যুদ্ধে’ রূপ নেওয়ার শঙ্কা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এ হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলেছে ভারত। যদিও তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামাবাদ।

দুই দেশের বিরোধ এখন চরমে রূপ নিয়েছে।

গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত।

এর জবাবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে, তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যেকোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। প্রয়োজনে পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্কাই নিউজকে বলেছেন, ‘কাশ্মীরে গণগুলির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ দুই দেশকে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।’

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কায় বিশ্ববাসীর উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে।’

তিনি বলেন, ‘কাশ্মীরের হামলাটি ভারত মঞ্চস্থ করেছে; একটি ফলস ফ্ল্যাগ (মিথ্যা প্ররোচনার) অপারেশনের মাধ্যমে।

’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তার দেশের সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘ভারত থেকে যেভাবে আক্রমণ আসবে, আমরা সেভাবেই মেপে প্রতিক্রিয়া জানাব। যদি কোনো পূর্ণমাত্রার আক্রমণ হয়, তাহলে অবশ্যই পূর্ণমাত্রার যুদ্ধ হবে।’

বিশ্ববাসীর উদ্বিগ্ন হওয়া উচিত কিনা, এমন প্রশ্নে জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি তাই। দুটি পারমাণবিক শক্তির সংঘর্ষ সবসময়ই উদ্বেগজনক।

যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে এর পরিণতি মর্মান্তিক হতে পারে।’

গত তিন দশকে কাশ্মীর নিয়ে চলা সংঘাতে বহু মানুষের প্রাণ গেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কমে এসেছিল—তবে এই সপ্তাহের গুলির ঘটনা আবার উত্তেজনা উসকে দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘এই হামলার জন্য যারা দায়ী, তাদের পৃথিবীর শেষ কোণ পর্যন্ত খুঁজে বের করা হবে।’

ভারতের দিকে দায় চাপিয়ে খাজা আসিফ অবশ্য বলেছেন, ‘আমাদের উচিত আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা। যদি ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরাও সমপর্যায়ে প্রতিক্রিয়া জানাব। আমাদের কোনো বিকল্প থাকবে না—একেবারেই না।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএসএফের সাহসিকতা উঠে এসেছে ইমরান অভিনীত ‘গ্রাউন্ড জিরো’তে Apr 25, 2025
img
তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোয় প্রতিবাদ শবনম ফারিয়ার Apr 25, 2025
img
সব পাকিস্তানিকে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের Apr 25, 2025
img
মন চুরি নয়, এবার ‘ডাকাতি’ করতে আসছেন শ্রাবন্তী! Apr 25, 2025
img
সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির Apr 25, 2025
img
উত্তরবঙ্গের আকাশে রাফাল! বড় প্রত্যাঘাতের ইঙ্গিত ভারতের? Apr 25, 2025
img
তামিমরা মিরপুরে, শিগগিরই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক Apr 25, 2025
img
স্বরা ভাস্করের নতুন মন্তব্যে তোলপাড়, বিজেপির নিশানায় অভিনেত্রী Apr 25, 2025
img
ময়ূখকে ‘গাধা’ বলে ঋত্বিকের ফেসবুক পোস্ট Apr 25, 2025
img
প্রেম করছেন সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি,জানালেন জয়া Apr 25, 2025