কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার

মৌলভীবাজারে ডিবি ও কুলাউড়া থানা পুলিশের যৌথ অভিযানে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির।

প্রসঙ্গত, আ স ম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ভাই।


এফপি/টিএ 

Share this news on: