চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লে. কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫টি মোবাইল ফোন, ২১টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, ‘গ্রেফতারকৃতরা খরণদ্বীপ এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।’

তিনি আরো বলেন, ‘জব্দকৃত মালামাল ও তাদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরএম/টিএ

Share this news on: