পহেলগাম হামলার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠোকেরের বাড়ি অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিল এবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযোগ।
গত বৃহস্পতিবার চারজন হামলাকারীর যে ছবি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল।
পুলিশ জানিয়েছে, বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও জানানো হয়েছে।
আদিল ঠোকের ও আসিফের বাড়িতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ হয়। তবে সেনাবাহিনীর এক সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।
গতকালই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘পেহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।’
বান্দিপুরায় বন্দুকযুদ্ধ
কাশ্মীরের বান্দিপুরায় সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পেহেলগামের হামলার দায় স্বীকার করেছে।
এফপি/টিএ