চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে তানজিনা বেগম (২৩) নামের এক পোশাককর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানজিনা নেত্রকোণার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিবারসহ চট্টগ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রাতে তানজিনার ভাই বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান। পরে অন্য ভাইয়ের কাছ থেকে চাবি এনে দরজা খুলে ভেতরে ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তানজিনাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক।
এ ঘটনায় তানজিনার ভাই থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।