সিলেটে দেড় কেজি তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তরল সোনাযুক্ত পোশাক পরা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কৌশলে সোনা চোরাকারবারের অভিযোগে আজ শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। ওই পাচারকারীর পরনের প্যান্ট ও আন্ডার গার্মেন্টসে পেস্ট আকারে আনা তরল সোনা ছিল।

সিলেট কাস্টমস জানায়, কাপড়গুলো পুড়িয়ে সোনা জব্দ করা হয়েছে। সেখানে দেড় কেজি সোনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। আটক আলীম সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছেন বলে সূত্র জানায়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। পরে তাঁর শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে। তখন তিনি সোনা থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভেতরের কাপড়গুলোতে সোনার প্রলেপ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই সোনার পরিমাণ প্রায় ১ দশমিক ৫ কেজি বলে জানিয়েছে সিলেট কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে এনে স্ক্যান করে লিকুইড সোনা কাপড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমরা কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করেছি। এই সোনা স্বর্ণকারের কাছে পাঠানো হয়েছে সবকিছু নিশ্চিতের জন্য। ধারণা করছি, এখানে প্রায় দেড় কেজি সোনা হবে।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজও রোদে পুড়বে ঢাকা, বৃষ্টির সম্ভাবনা নেই Apr 26, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফয়সালা হওয়ার আগে নির্বাচন নয়, বললেন সারোয়ার তুষার Apr 26, 2025
img
১৮ বছরেই পালিয়ে বিয়ে করেছিলাম, তাই আর নায়িকা হতে পারিনি: সমতা Apr 26, 2025
img
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’ Apr 26, 2025
img
অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের পর হামলার শিকার সাংবাদিক Apr 26, 2025
img
ঐক্যবদ্ধ হলে ইসলামী দলগুলো জাতিকে দিতে পারবে কল্যাণময় রাষ্ট্র ও সরকার: মাওলানা আব্দুস সাত্তার Apr 26, 2025
img
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন Apr 26, 2025
img
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪ Apr 26, 2025
img
জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে রাজনীতি করলে কেয়ামত ঘটায়ে দেব: নুরুল হক নুর Apr 26, 2025
img
অভিনেতা না হলে কী হতেন বিক্রম? Apr 26, 2025