আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়নের ভুট্টাখেতের পাশ থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. ইউসুফ আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব-৫।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হরমা গ্রামের মরা নদী ও পদ্মা নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। পরে রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটক ইউসুফ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকার আব্দুল বাশিরের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দেবিনগর ইউনিয়ন দিয়ে একটি মাদকের চালান সরবরাহ করা হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাবের একটি দল মোহনায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনকভাবে চলাচলরত একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ইউসুফ আলীর কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন, একটি মোবাইলফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



এসএস

Share this news on: