এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ থেকে ২৪টি, শীর্ষে বুয়েট ও ড্যাফোডিল
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশ করেছে ২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বুধবার (২৩ এপ্রিল) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, এবারের তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে, যা এই র্যাংকিংয়ের ১৩তম সংস্করণ।
তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি ৩০১-৩৫০ র্যাঙ্কে রয়েছে। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৫১-৪০০ র্যাঙ্কের মধ্যে।
গত বছরের র্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্র্যাক ইউনিভার্সিটি এবছর পিছিয়ে পড়েছে। তবে এখনো তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ ৫-এর মধ্যে রয়েছে। তালিকায় আরও আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)।
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং বিভিন্ন সূচক বিবেচনায় করে থাকে। এর মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতে সংযুক্তি এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানের প্রভাব।
২০২৫ সালের এই সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের মাধ্যমে র্যাংকিং তৈরি করা হয়েছে।
এসএস